( গভ.রেজি.নং.৮০ )
+8801854-808766
২৪ ঘন্টা খোলা

রক্ত দেয়া কেন প্রয়োজন?

1453 Visited

18 Aug
রক্ত দেয়া কেন প্রয়োজন?

দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়।
দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ।
পরিসংখ্যান অনুযায়ী দেশে বছরে আট থেকে নয় লাখ ব্যাগ রক্তের চাহিদা থাকলেও রক্ত সংগ্রহ হয় ছয় থেকে সাড়ে ছয় লাখ ব্যাগ। ঘাটতি থাকে তিন লাখ ব্যাগের বেশি।

এছাড়া সংগ্রহকৃত রক্তের মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের থেকে।

নিজের পরিবারের সদস্য বা পরিচিতজন না হলে এখনো বেশিরভাগ মানুষ রক্তের জন্য নির্ভর করেন পেশাদার রক্তদাতার ওপর।

রক্তের অভাবের কারণে প্রতিবছর বহু রোগীর প্রাণ সংকটের মুখ পড়ে।

এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব।

Notice

This website is still under development process. Stay with us, thank you for your patience and co-operation. 

 

Mission

ক) নিরাপদ রক্ত সংগ্রহ এবং সরবরাহ করা
খ) স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও বিভিন্ন প্রচার অভিযান চালানো
গ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রভৃতিসহ সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদানের…

Read More..