রক্তের মূল উপদান দুইটি। যথা:
(১) রক্তরস (Blood Plasma)
(২) রক্ত কণিকা (Blood corpuscle)
রক্তরসঃ
রক্তের তরল অংশকে রক্তরস (plasma) বলে। রক্তকণিকা ব্যতীত রক্তের বাকি অংশই রক্ত রস। মেরুদন্ডী প্রাণিদের রক্তের প্রায় ৫৫% রক্তরস, এটি ঈষৎ হলুদাভ। এতে প্রায় ৯১-৯২% জল এবং বাকি ৮-৯% জৈব ও অজৈব কঠিন পদার্থ থাকে।
রক্তকণিকাঃ
রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্ত কোষসমূহকে রক্ত কণিকা বলে। রক্তে প্রায় তিন ধরণের কণিকা পাওয়া যায়। যথা:
(ক) লোহিত রক্তকণিকা (Erythorcytes)
(খ) শ্বেত রক্তকণিকা (Leucocytes)
শ্বেত রক্তকণিকার বিভিন্ন উপদান যেমন- নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট (বৃহৎ ও ক্ষুদ্র) ও মনোসাইট।
(গ) অণুচক্রিকা (Thrombocytes)।
এছাড়াও মানব রক্তরসের কিছু প্রোটিন এবং অন্যান্য উপাদান রক্তের অ্যালবুমিন নানান গ্লোব্যুলিন (অ্যান্টিবডি গামা/ইম্যুনো গ্লোব্যুলিন) প্রতঞ্চক ও প্রতিতঞ্চক উপাদান সমূহ ফাইব্রোনেক্টিন ও ভিট্রোনেক্টিন কম্প্লিমেন্টস (২০টির বেশী) সি আর পি ট্রান্সফেরিন ট্রান্সথাইরেটিন সেরুলোপ্লাজমিন হ্যাপ্টোগ্লোবিন হিমোপেক্সিন সাইটোকাইনস লাইপোপ্রোটিন ও কাইলোমাইক্রন এল বি পি গ্লুকোজ ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা খনিজ লবন ভিটামিন হরমোন এন্টিবডি বর্জ্যপদার্থ যেমন :- কার্বন ডাই-অক্সাইড , ইউরিয়া , ইউরিক এসিড সোডিয়াম ক্লোরিইড খুবই অল্প ৷