( গভ.রেজি.নং.৮০ )
+8801854-808766
২৪ ঘন্টা খোলা

রক্ত দেয়ার আগেই জেনে নিন কিছু জরুরি তথ্য

1514 Visited

18 Aug
রক্ত দেয়ার আগেই জেনে নিন কিছু জরুরি তথ্য

একজন মানুষ তার জীবদ্দশায় কতজন মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখেন? জেমস হ্যারিসন এমন এক ব্যক্তি যিনি একাই বাঁচিয়েছেন ২০ লাখ শিশুর প্রাণ। আসলেও তাই।

এতোগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন স্বেচ্ছায় ও বিনামূল্যে নিজের রক্ত ও রক্তের উপাদান প্লাজমা দানের মাধ্যমে।

এজন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামও লিখিয়েছেন এই অস্ট্রেলিয়ার নাগরিক।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী মি. হ্যারিসন গত ১১ই মে এক হাজার ১৭৩ বারের মতো রক্ত দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রক্তদানের বয়সসীমা নির্ধারিত থাকায় এটাই ছিল তাঁর সবশেষ রক্তদান।
মাত্র ১৪ বছর বয়সে জরুরি অস্ত্রোপচারের কারণে ১৩ লিটার রক্তের প্রয়োজন হয়েছিলো মি. হ্যারিসনের। সে যাত্রায় রক্ত পেয়ে প্রাণ বেঁচে যায় তাঁর।

এরপর বয়স ১৮ বছর হতেই নিয়মিত রক্তদান করতে শুরু করেন তিনি।

রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। এজন্য একে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নি:স্বার্থ উপহার।

Notice

This website is still under development process. Stay with us, thank you for your patience and co-operation. 

 

Mission

ক) নিরাপদ রক্ত সংগ্রহ এবং সরবরাহ করা
খ) স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও বিভিন্ন প্রচার অভিযান চালানো
গ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রভৃতিসহ সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদানের…

Read More..