নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০২-এর আলোকে ২০০৮-এ প্রণীত বিধিমালায় বলা হয়েছে, 'রক্তবাহিত রোগ নির্ণয়, রক্তের অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ও রক্ত সংরক্ষণ ইত্যাদি কাজের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত রিএজেন্ট, কিটস, রক্তের ব্যাগ ইত্যাদি সরবরাহ সরকার বা যথাযথ কর্তৃপক্ষ নিশ্চিত করবে।